মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের একমাত্র বিমানবাহী এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে। চীনের এ নৌবহরটি দক্ষিণ চীন সাগরে মহড়া শেষে ফিরছিল। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনা নৌবহর তাইওয়ানের নৌসীমায় প্রবেশ করেনি। তবে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষার চিহ্নিত অঞ্চলে প্রবেশ করেছে। তাইওয়ানের জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। নিজেদের প্রণালীতে চীনা নৌবহরের প্রবেশের ফলে চীনা যুদ্ধজাহাজকে নজরদারিতে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের ফোনালাপের পর থেকেই চীন-তাইওয়ান সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। তাইওয়ানকে চীন নিজ দেশের ভূখ- হিসেবে মনে করে। একইভাবে তাইওয়ানও নিজেদের চীন হিসেবে দাবি করে। খবরে বলা হয়, চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ানের নৌবাহিনীতে। এর পরই হামলার প্রস্তুতি নিতে শুরু করল ফাইটার জেটগুলি। চীনা এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার তাইওয়ানের খুব কাছে পৌঁছে যাওয়ার পরই এই তৎপরতা শুরু হয়েছে স্বশাসিত এ দ্বীপটিতে। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীনা এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার লিওয়ানিং-সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগর থেকে তাইওয়ান প্রণালীতে ঢুকে পড়ার পরই চূড়ান্ত সতর্কবার্তা জারি হয়েছে তাইওয়ানের নৌবাহিনীতে। চীন এবং তাইওয়ানের মধ্যে তিক্ততা দীর্ঘ দিনের। চীনের মূল ভূখ-ে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হলেও মাও তে সুং-এর বাহিনী তাইওয়ানের দখল নিতে পারেনি। মূল ভূখ- থেকে বিতাড়িত শাসকরা তাইওয়ানের দখল ধরে রেখেছিলেন এবং সেখানে এখনও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাই চলছে। বেইজিং অবশ্য তাইপেই-এর সার্বভৌমত্বকে কোনও দিনই স্বীকৃতি দেয়নি। সময় মতো তাইওয়ানকেও কমিউনিস্ট শাসনের আওতায় আনা হবে বলে বেইজিং বরাবর জানিয়ে এসেছে। আর তাইওয়ান চির কালই নিজেদের স্বাধীন বলে দাবি করে এসেছে। চীন-তাইওয়ানের এই দীর্ঘকালীন তিক্ততা আরও বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের ফোনালাপের পর। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চেন চুং-চি জানিয়েছেন, এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন লঙ্ঘিত হওয়া মাত্রই তাইওয়ানের নৌসেনারা চূড়ান্ত তৎপর হয়ে উঠেছে। তাইওয়ানের যুদ্ধবিমানগুলো তাইওয়ান প্রণালীর আকাশে উড়তে শুরু করেছে। চীনা এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার এবং অন্য যুদ্ধজাহাজগুলো দক্ষিণ চীন সাগরে মহড়া দিতে গিয়েছিল। সেখান থেকে আবার পূর্ব চীনের নৌঘাঁটিতে ফিরছে তারা। তাইওয়ান প্রণালী হয়ে তাদের এই প্রত্যাবর্তন অস্বাভাবিকও নয়। কিন্তু চীনা যুদ্ধজাহাজগুলি তাইওয়ানের নৌসীমার খুব কাছাকাছি চলে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা নয়। তাইওয়ানকে চীন যেহেতু সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, সেহেতু যুক্তরাষ্ট্র বা অন্য কোনও দেশেরই তাইওয়ানের সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্ক রাখা উচিত নয়, দাবি বেইজিং-এর। কিন্তু ট্রাম্প দীর্ঘদিনের সেই পরম্পরা ভেঙে এবং চীনের হুঁশিয়ারি নস্যাৎ করে তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। ফলে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তিক্ততা বাড়ার পাশাপাশি, চীন-তাইওয়ানের মধ্যে উত্তেজনাও আচমকা বাড়তে শুরু করেছে। ঠিক এই পরিস্থিতিতেই তাইওয়ান প্রণালীতে ঢুকেছে চীনা এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার। বিষয়টিকে একেবারেই হালকা ভাবে দেখছে না তাইপেই। দ্রুত তৎপরতা শুরু হয়েছে নৌবাহিনীতে। তাইওয়ানের যুদ্ধবিমানগুলো আকাশপথে চীনা নৌ-বহরের উপর নজরদারিও শুরু করে দিয়েছে। চীন-তাইওয়ানের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে।
তাইপেই সূত্রের খবর, চীনা এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার বা তার সঙ্গে থাকা অন্য রণতরীগুলি তাইওয়ানের নৌসীমা লঙ্ঘন করেনি। কিন্তু দক্ষিণ চীন সাগরে মহড়া সেরে পূর্ব চীনের কোনও বন্দরে ফেরার পথে চীনা নৌ-বহর যখন তাইওয়ান প্রণালীতে ঢুকেছে, তখন তারা প্রণালীর দক্ষিণ-পশ্চিম প্রান্তে তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন বা আকাশসীমা প্রতিরক্ষার জন্য চিহ্নিত এলাকার মধ্যে ঢুকে পড়ে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।