বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার আদম আলী, নরসিংদী থেকে : ৩ মাসাধিককাল লাগাতার বর্জনের পর গতকাল সোমবার নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় যোগ দিলেও পানিসম্পদ প্রতিমন্ত্রী লে: কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর সাথে জেলা প্রশাসকের বিরোধ কমেনি। মাস কয়েক আগেও যে প্রতিমন্ত্রী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানকে ‘মাননীয় জেলা প্রশাসক’, ‘জেলা প্রশাসক মহোদয়’, ‘সুযোগ্য জেলা প্রশাসক’, ‘প্রিয় জেলা প্রশাসক’ ইত্যাদি বলে সম্বোধন করতেন সেই মন্ত্রীই গতকাল সোমবার হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের নামটিও উচ্চারণ করেননি। অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সচিব থেকে শুরু করে সামনের দর্শক সারিতে বসা সকল সরকারি কর্মচারী ও দলীয় নেতাকর্মীদের নাম পর্যায়ক্রমে উল্লেখ করেছেন। কিন্তু জেলা প্রশাসককে এড্রেস করতে গিয়ে বলেছেন ‘জেলা প্রশাসন’ ও এর কর্মকর্তা কর্মচারী। প্রতিমন্ত্রী জেলা প্রশাসককে বক্রভাবে সম্বোধনের সাথে সাথেই সভাস্থলে ব্যাপক গুঞ্জন শুরু হয়। অনেককেই মুখ টিপে হাসতে দেখা যায়। অনেকে মুখ চাওয়া-চাওয়ি করতে থাকে। এতে সমাবেশের নিস্তব্দতা অনেকটাই ভেঙে যায়। এমনই একসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূঁইয়া জরুরি কাজ থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সভা শেষ হবার পর শুরু হয় আলোচনা ও সমালোচনা ঝড়। মানুষের মুখে মুখে উচ্চারিত হয় গত ৩ মাসাধিককালব্যাপী নরসিংদী জেলা প্রশাসকের সকল অনুষ্ঠান বর্জনের ঘটনাবলী। অনেকেই প্রশ্ন করতে থাকে ঘোষণা দিয়ে ৩ মাসব্যাপী জেলা প্রশাসকের অনুষ্ঠান বর্জনের পর হঠাৎ পানিসম্পদ প্রতিমন্ত্রী কিভাবে অনুষ্ঠানে যোগ দিলেন। বর্জনের কি হলো ইত্যাদি ইত্যাদি।
জানা গেছে, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান গোপনে নরসিংদীর মেয়রসহ বিভিন্ন লোকের বিরুদ্ধে গোপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনা জানাজানি হবার পর গত ২৪ সেপ্টেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগ বর্ধিত সভা ডেকে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে। এরপর সুনির্দিষ্ট কিছু দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় রেজ্যুলেশন করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।