রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক পলাতক আসামির বাড়ি থেকে ককটেল তৈরীর বিভিন্ন উপাদানসহ ৫ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের নির্দেশে এসআই সবুজ আলীর নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চালায়। অভিযানকালে উপজেলার বেকাটারী গ্রামের মৃত ইয়াকুব আলী পুত্র আইয়ুব মুন্সীর বাড়ি থেকে জনকে গ্রেফতার করে। বাড়িওয়ালা আইয়ুব একাধিক নাশকতা মামলার আসামি। ওই বাড়িতে বিভিন্ন এলাকার শতাধিক ব্যক্তি একত্রিত হয়ে ইসলামের অপব্যাখ্যায়িত বই বিতরণসহ বিভিন্ন ভবন ও স্থানে নাশকতার পরিকল্পনায় ককটেল তৈরীর চেষ্টা করছিল। গ্রেফতারকৃতরা হলো- পলাতক আসামি আইয়ুব, মনমথ গ্রামের নুরুন্নবী, পশ্চিম বেলকা গ্রামের গোলাম বারী, দক্ষিণ শ্রীপুর (নয়নসুখ) গ্রামের ময়েন উদ্দিন ও সমস গ্রামের খালেক। অভিযানের সময় অন্যরা পালিয়ে যায়। এ সময় বিস্ফোরক দ্রব্য তৈরীর কৌটা, বালু, ভাঙ্গা কাচের টুকরা, ছোট পাথর, লোহার প্যারেক, ছোট ছোট লোহার বল, বারুদযুক্ত ১০ ডজন ম্যাচ, লাল রংঙের টেপ, ইসলামের অপব্যাখ্যায়িত ৪টি বই ও কুপি বাতি উদ্ধার করে। এ ঘটনায় এসআই সবুজ আলী বাদী হয়ে ১৯০৮ সালের ৪/৫ ধারা তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৫(৩)/২৫ ধারায় একটি মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।