পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : গত মাসে (ডিসেম্বর-১৬) ১শ’ ৩২ কোটি ২২ লাখ ১৬ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া ২ হাজার ৫৮৯ জন মিয়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে। গতকাল বিজিবির সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জব্দকৃত মাদকের মধ্যে ৫ লাখ ৪৯ হাজার ৪৩৮ পিস ইয়াবা রয়েছে। এছাড়া ২৬ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৪শ’ ৯২ কেজি গাঁজা, ১৭ হাজার ৩৮৪ বোতল বিদেশী মদ, ৩ কেজি ১৯ গ্রাম হেরোইন, ২৮ হাজার ৪শ’ ৮৯টি নেশাজাতীয় ইনজেকশন এবং ১ লাখ ৮০ হাজার ৪শ’ ৩৯ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৭ হাজার ৪শ’ ৯৯টি শাড়ি, ৫ হাজার ৬শ’ ৪৭টি থ্রিপিস ও শার্টপিস, ৫ হাজার ২শ’ ৭৪ মিটার থান কাপড়, ৪ হাজার ৮শ’ ২৬টি তৈরী পোশাক, ৪৬ হাজার ৪শ’ ১৬ সিএফটি কাঠ, ৪৭৬ গ্রাম স্বর্ণ এবং ৬টি তক্ষক। ডিসেম্বর মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ৬টি বিভিন্ন প্রকারের বন্দুক, ১৫ রাউন্ড গুলি এবং ০৪টি ম্যাগাজিন।
গত ডিসেম্বর মাসে বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭৩ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৪৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৬ জন ভারতীয় নাগরিককে আটকপূর্বক ১ জনকে বিএসএফ এর নিকট হস্তান্তর ও ৫ জনকে থানায় সোপর্দ এবং বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ২,৫৮৯ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।
এছাড়া গত বছরে (জানুয়ারি হতে ডিসেম্বর-২০১৬) বিজিবি সর্বমোট ১ হাজার ১৬১ কোটি ৬৭ লাখ ১৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে উল্লেখযেগ্য হচ্ছে, ৮১ লাখ ৬৭ হাজার ৬৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ২ লাখ ৬৩ হাজার ৩২৪ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৯শ’ ৮৪ কেজি গাঁজা, ২ লাখ ৫৪ হাজার ৯শ’ ৩৮ বোতল বিদেশী মদ, ৩৫ কেজি ৭৭ গ্রাম হেরোইন, ৮৬ হাজার ৪৮৯টি নেশাজাতীয় ইনজেকশন, ২ কোটি ১৬ লাখ ৯ হাজার ৯শ’ ৫৮ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট।
গত বছর বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৭৮৩ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১ হাজার ৭৫৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ৮ হাজার ৩০৫ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।