Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে হিরো আলমের মানববন্ধন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৩, ৭:০৮ পিএম

বগুড়ার শহীদ চাঁন্দু ক্রিকেট স্টেডিয়ামের আইসিসির ভেন্যু ফেরানোর চলমান আন্দোলনে শামিল হোলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

তিনি মঙ্গলবার দুপুরে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে এসে সঙ্গীদের নিয়ে মাঠটি পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের সাথে কথা
বলতে গিয়ে দ্রুত এটা পুনর্বহালের জোর দাবি করেন।

ক্ষোভের সাথে তিনি বলেন, এটা একটা সিন্ডিকেটের পরিকল্পিত পদক্ষেপ। পাশাপাশি তিনি সম্প্রতি বগুড়া সদর আসনের উপ নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, এই নির্বাচনে নির্বাচিত বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা রাগেবুল আহসান রিপুর একটা নৈতিক দায়িত্ব আছে। এই দায়িত্ব পালনে তিনি সফল হোন এটা সবাই দেখতে চায়।

এদিকে একই দাবিতে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় হুমায়ুন আহমেদ রুমেল নামে মরহুম এক মুক্তিযোদ্ধার পুত্র তৃতীয় দিনের মত অনশন
চালিয়ে যাচ্ছেন। অনেকেই তাকে অনশন ভাঙবার জন্য অনুরোধ করলেও তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ