Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশনের সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ৭:৩৯ পিএম

বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে রাজধানীতে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনা: প্রসঙ্গ দক্ষিণবঙ্গ’শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) শাহবাগস্থ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহি চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া। প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বক্তব্যে রাখেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন, বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলত টাইব্রুনালের সদস্য এবং সোনালী ব্যাংক পরিচালনা পরিষদের সদস্য ড. মো. মতিউর রহমান। দক্ষিণবঙ্গের উন্নয়নের দাবিসমূহ তুলে ধরে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য ও স্বাধীনতা পুরষ্করপ্রাপ্ত লেখক-গবেষক সিরাজ উদ্দীন আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমিনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ