মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াবে ইকুয়েডর ও বেলজিয়াম। ইকুয়েডরে প্রায় নয় টন কোকেন জব্দ করার একদিন পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশ দুইটি। মাদকের বিরুদ্ধে এক সঙ্গে লড়াই করার লক্ষ্যে উভয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীগণ সোমবার কুইটোতে এক চুক্তি স্বাক্ষর করেছেন। তথ্য ও অভিজ্ঞতা আদান প্রদানের পাশাপাশি তারা প্রযুক্তি ব্যবহারের কৌশলও বিনিময় করবে। ইকুয়েডরের পুলিশ ৮ দশমিক ৭৮ টন কোকেন উদ্ধার করে। একটি কন্টেইনারে কলার মধ্যে তা লুকানো ছিল। প্রায় ৩৩০ মিলিয়ন ডলার মূল্যের এই মাদক ইকুয়েডরের উপকূলীয় অঞ্চল হয়ে বেলজিয়ামে প্রবেশের কথা ছিল। এরপর তা ইউরোপের বিভিন্ন দেশে ও আমেরিকায় পাচার করা হতো বলে জানিয়েছে দুই দেশের পুলিশ। ইউরোপ ও আমেরিকায় মাদক পাচারের জন্য ইকুয়েডরকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করা হয়। বড় অংকের মাদক উদ্ধারের পর বেলজিয়াম সরকারের সঙ্গে সহযোগিতা আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করেন ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান জাপাটা। তিনি জানান, গত বছর ইকুয়েডরে জব্দ করা ২০১ টন মাদকের মধ্যে প্রায় ১৮ শতাংশ বেলজিয়ামে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।