Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাংশা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অস্ত্র মামলায় গ্রেফতার

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৭ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহামুদ হেনা মুন্সি (৫৫) অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে। তার বিরুদ্বে পাংশা থানায় অস্ত্র মামলা নং ২২১/ ২০১১ইং। পাংশা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে সাব-এন্সেফেকটর মিজানূর রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে গত ৮ ফেব্রæয়ারি বুধবার রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার হাবাসপুর ইউপির কাচারী পাড়া গ্রামে তার এলাকা হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্বা মরহুম নাদের মুন্সির ছেলে। পাংশা থানা সুত্রে জানা যায় ওই মামলায় পূর্বে গ্রেফতারকৃত আসামীরা ১৬৪ ধারায় তারা জবান বন্ধিতে সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহামুদ হেনা মুন্সির নাম বলে যায় এবং এ মামলায় তার বিরুদ্বে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। পরে তাকে রাজবাড়ী জেল হাজতে প্রেরন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ