Inqilab Logo

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯, ০৭ রমজান ১৪৪৪ হিজরী

এবার ‘আগুনের পাখি’ হয়ে দেখা দেবেন জ্যোতি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৬ পিএম

জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। নতুন খবর নিয়ে হাজির হলেন তার ভক্ত-অনুরাগীদের সামনে। ‘আগুনের_পাখি’ নামে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি নির্মাণ করবেন পরিচালনা আউয়াল চৌধুরী। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

জ্যোতিকা জ্যোতি জানান, পরিচালন আউয়াল চৌধুরী একটা উপন্যাস থেকে ‘আগুনের পাখি’ সিনেমাটি নির্মাণ করছেন।

তিনি আরো জানান, শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি। শুটিং হবে ময়মনসিংহ ও ঢাকায়। এর আগেই শুটিং করব অন্য একটি নতুন সিনেমার। এখনি বলতে চাইছি খুব শিগগির সেই বিষয়ে বলব।

এর আগে, ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলী’, ‘অনিল বাগচীর একদিন’ সর্বশেষ ‘লাল মোরগের ঝুটি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন জ্যোতিকা জ্যোতি। নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুটি’ সিনেমাটি ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র একাধিক বিভাগ পুরস্কার পেয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ