Inqilab Logo

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯, ০৭ রমজান ১৪৪৪ হিজরী

দুবাইয়ে বিজ্ঞাপন নির্মাণ করলেন হাসান জাহাঙ্গীর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর সম্প্রতি দুবাই গিয়েছিলেন একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করতে। দুবাই প্রবাসীদের আমন্ত্রণে দুবাইয়ের দেরায় বাংলাদেশী শিল্পী হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মোল্লা স্কাই অ্যান্ড ট্রাভেল ট্যুরিজম নামে একটি প্রতিষ্ঠানের। পাশাপাশি সেই প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেন। হাসান জাহাঙ্গীর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের কাছ থেকে। সেই প্রবাসীদের আমন্ত্রণেই সেখানে যাওয়া। সেখানে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করাসহ একটি বিজ্ঞাপন নির্মাণ করেছি। হাসান জাহাঙ্গীর জানান, বাংলাদেশী শিল্পীদের নিয়ে কিভাবে প্রবাসীদের সাথে সমন্বয় করে বিদেশে বেশি বেশি ইভেন্ট করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। বাংলাদেশী অভিনয় শিল্পীরা বিদেশে গেলে কিভাবে মূল্যায়িত হবেন সেই বিষয়ে কথা বলেছি। মোল্লা স্কাই অ্যান্ড ট্যুরিজম এ বিষয়ে ভূমিকা রাখবে বলে এর স্বত্বাধিকারী বেলাল মোল্লা ও রিপন মাহমুদ জানিয়েছেন। এদিকে ঈদকে সামনে রেখে এখন নাটক নির্মাণে ব্যস্ত সময় পার করছেন হাসান জাহাঙ্গীর। বর্তমানে হাসান জাহাঙ্গীর পরিচালিত ফ্যামেলি ডিসটেন্স, গরম মহল্লা, প্রবাসী পল্লীসহ বেশ কিছু ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ