বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সহ¯্রাইল-কাশিয়ানী আঞ্চলিক সড়কের সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশের জমি দখল করে সহ¯্রাইল গ্রামের বিপুল কুমার দত্ত ও তোফাজ্জেল হোসেন চুন্নু মুন্সী দোকানঘর ও সীমানা প্রাচীর তৈরী করছেন। সরোজমিনে গিয়ে দেখা যায় বিপুল কুমার দত্ত সরকারি জমি অবৈধ ভাবে দখল করে দোকানঘর নির্মাণ করছে। অপরজন তোফাজ্জেল হোসেন চুন্নু মুন্সী জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করছেন বলে এলাকাবাসীরা জানান।
এ বিষয়ে ভূমিদস্যু বিপুল কুমার দত্ত জানান, সরকারি জমি অনেকেই দখল করে বাড়িঘর দোকান নির্মাণ করেছেন। সে মোতাবেক আমিও করেছি। ক্ষমতা আছে বিধায় দখল করতে পেরেছি। অপর ভূমি দস্যু তোফাজ্জেল হোসেন জানান সরকারের যখন প্রয়োজন হবে তখন দখলকৃত জমি ছেড়ে দেব। তবে তোফাজ্জেল হোসেনের এক ছেলে ঢাকায় কর্মরত তিনি সাংবাদিকদের মুঠো ফোনে ভয়ভীতি ও হুমকি-ধামকি প্রদান করেন। তিনি এও বলেন, সরকারি দল করি আমরা, বোয়ালমারীতে বড় বড় নেতা আছে, যারা সকলেই আমাকে চেনে এবং আমার নিজস্ব জন। তাদের মধ্যে রয়েছেন ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান ও তার পিএ নয়ন। অপর দিকে মুঠোফোনে বিপুল কুমার দত্ত জানান আপনারা যা পারেন লিখেন, লিখলে কিছুই হবে না। সকল পত্র-পত্রিকা ও চ্যানেল আমাদের দলের নিয়ন্ত্রিত। ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মতিউর রহমান জানান, বিপুল কুমার দত্ত ও তোফাজ্জেল হোসেন সরকারি জমি দখল করে দোকানঘর ও প্রাচীর নির্মাণ করলে দুই এক দিনের মধ্যেই ভেঙ্গে দেওয়া হবে এবং জমি উদ্ধার করে সড়ক ও জনপদ বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।