Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইস্তাম্বুলে পশ্চিমা কনস্যুলেট বন্ধ করা ‘পরিকল্পিত’: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪০ পিএম

সম্প্রতি ইস্তাম্বুলে কিছু পশ্চিমাদেশের দূতাবাস বন্ধের সমালোচনা করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্তটিকে ‘পূর্ব পরিকল্পিত’ বলে অভিহিত করেছেন এবং যোগ করেছেন যে, জড়িত দেশগুলি ‘নিরাপত্তাহীনতা’র কথা বললেও এ বিষয়ে তারা কোনও তথ্য দেয়নি।

শুক্রবার বন্ধের বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু বলেছেন, ‘আমরা মনে করি এটি পরিকল্পিত ছিল।’ তিনি তার আর্জেন্টাইন সমকক্ষ সান্তিয়াগো ক্যাফিয়েরোর সাথে ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতদের তলব করে আমরা ঠিক এটাই বলেছি।’

ইউরোপে সম্প্রতি ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন পোড়ানোর পর পশ্চিমা কিছু দেশ কর্তৃক শুক্রবার ইস্তাম্বুলে সাময়িকভাবে কূটনৈতিক মিশন বন্ধ করার এবং নিরাপত্তা সতর্কতা জারি করার সিদ্ধান্তের সমালোচনা করতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের তলব করার একদিন পর কাভুসোগলুর মন্তব্য এসেছে।

বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদেরও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল, তুরস্কের কূটনৈতিক সূত্র অনুসারে, কাভুসোগলু বলেছেন যে, এ ধরনের কাজ একযোগে করা কোন আনুপাতিক এবং বিচক্ষণ দৃষ্টিভঙ্গি দেখায় না, বরং পরিবর্তে শুধুমাত্র ‘সন্ত্রাসী গোষ্ঠীর প্রতারণামূলক এজেন্ডা’ পরিবেশন করার মতো মনে হয়।

‘কেন তারা বন্ধ করে দিল?’ কাভুসোগলুকে জিজ্ঞাসা করেন, ‘তারা বলে একটি সন্ত্রাসী হুমকি রয়েছে। এখন, যদি একটি সন্ত্রাসী হুমকি থাকে, তবে তাদের কি উচিত নয় - বিশেষ করে যদি তারা মিত্র হয় - তাহলে এই হুমকির উৎপত্তি কোথা থেকে?’ ‘তারা আমাদের বলে, তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে, একটি হুমকি রয়েছে। তাই আমরা বন্ধ করছি। এটা কার কাছ থেকে এসেছে? কোথা থেকে? কে করবে? সে সম্পর্কে কোনো তথ্য নেই,’ তিনি ব্যাখ্যা করেছিলেন।

‘তাদের অবশ্যই আমাদের সাথে, অর্থাৎ আমাদের নিরাপত্তা ইউনিট, আমাদের গোয়েন্দা ইউনিটের সাথে এ তথ্য শেয়ার করতে হবে, এবং যদি এমন কোনও হুমকি থাকে তবে এটি আক্রমণে পরিণত হওয়ার আগে অবশ্যই তা নির্মূল করতে হবে।’ সেসব দেশ তুরস্কের সাথে তথ্য এবং নথি ভাগ করছে না, তিনি যোগ করেছেন। সূত্র: টিআরটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ