Inqilab Logo

সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ৮ যিলক্বদ ১৪৪৪ হিজরী

রেকর্ড পরিমাণ পাউন্ড খরচ করেও জয় পায়নি চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩৯ পিএম
এবার শীতকালীন দলবদলে ৩২৩ মিলিয়ন পাউন্ড খরচ করে সবাইকে চমকে দিয়েছিল ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসি। তবে তবে এত খরচ করার পরও ট্রান্সফারের পর প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমে জয় পায়নি ব্লুজরা।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠে ফুলহ্যামের সঙ্গে গোলশূন্য ড্র করে চেলসি।
 
নতুন খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজিয়েছিলেন চেলসি কোচ পটার। রেকর্ড ট্রান্সফারে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেয়া আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ শুরুর একাদশেই ছিলেন। তবে চেলচির হয়ে অভিষেক ম্যাচে এনজো ছিলেন অনেকটাই সাদামাটা। পুরো ম্যাচে একাধিকবার গোলের চেষ্টা করেও জালের দেখা পায়নি পটার শিষ্যরা।
 
উল্টো ম্যাচের বেশিরভাগ সময় ফুলহামের আক্রমণ ঠেকাতেই ব্যাস্ত থাকতে হয়েছে চেলসি রক্ষণ ভাগকে। এনজো,মাউন্ট, জিয়েচ, হাভার্টজদের ব্যর্থতার দিনে ঘরের মাঠে পয়েন্ট হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ব্লুজদের ।
 
এই ড্রয়ের ফলে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে অবস্থান করছে চেলসি। এক ম্যাচ বেশি খেলে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ফুলহ্যাম।
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ