Inqilab Logo

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯, ০৭ রমজান ১৪৪৪ হিজরী

বায়ার্ন ম্যাচে এমবাপেকে হারাল পিএসজি

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মোঁপেলিয়ের বিপক্ষে পাওয়া চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফরাসি তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না পিএসজি। লিগ ওয়ানে গত বুধবার রাতে ৩-১ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধেই মাঠ ছাড়েন এমবাপে। ২১তম মিনিটে ফরাসি ফরোয়ার্ডকে তুলে নেন ক্রিস্তফ গালতিয়ে। প্রাথমিকভাবে মনে হয়েছিল, চোট হ্যামস্ট্রিংয়ে। গতপরশু রাতে এক বিবৃতিতে পিএসজি জানায়, বাঁ ঊরুতে চোট পেয়েছেন এমবাপে। এতে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। আগামী ৪ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পাঁচটি ম্যাচ খেলবে পিএসজি। এর মধ্যে বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি আগামী ১৪ ফেব্রুয়ারি। এছাড়া ফরাসি কাপে মার্সেইয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়েও খেলবে না এমবাপে। আগামী বুধবার মাঠে গড়াবে ম্যাচটি। এদিকে, মোঁপেলিয়ের বিপক্ষে জয়ের ম্যাচে প্রথমার্ধে মাঠ ছাড়েন সার্জিও রামোসও। ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারের চোট নিয়ে এখনও কিছু জানায়নি পিএসজি। লিগ ওয়ানে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। আজ রাতে তুলুসের বিপক্ষে খেলবে তারা।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ