Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আসছে ডিটেক্টিভ সিরিজ ‘অবনী সেনের ৭ নং কেস’

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আজকাল ট্রেন্ডিংয়ের যুগে সিনেমার থেকে ওয়েব সিরিজের দিকেই নজর রাখছেন বেশিরভাগ মানুষ। একটা সিরিজ শেষ হতে না হতেই শুরু হয়ে যায় আরেকটি গল্প। মানুষ অপেক্ষা করে বসে থাকেন, কখন পছন্দের সিরিজের দ্বিতীয় ধাপ আসবে। আর মানুষের চাহিদার কথা ভেবেই এখন সিনেমার তারকারাও ওয়েব প্লাটফর্মে ঝুঁকছেন। তবে মানুষের কাছে বেশি আকর্ষণীয় গল্প হল, ডিটেক্টিভ ওয়েব সিরিজ। এবার একঝাঁক তারকাকে নিয়ে আসছে নতুন ডিটেক্টিভ গল্প। যার নাম নাম ‘অবনী সেনের ৭ নং কেস’। সিরিজে দেখা মিলবে টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীদের। থাকবেন, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, বিবৃতি চট্টোপাধ্যায়, সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌশিক গোস্বামী, দিশা ভট্টাচার্য, সুস্মিতা রায় এবং রজতাভ দত্ত। সিরিজের পরিচালক নীল নওয়াজ। ইতিমধ্যেই কলকাতায় শেষ হয়েছে ওয়েব সিরিজের শুটিং। ছবি প্রসঙ্গে পরিচালক নীল নওয়াজ বলেছেন, ‘অবনী সেনের ৭ নং কেস যতটা না গোয়েন্দা গল্প, তার থেকে অনেক বেশি গোয়েন্দার গল্প! রেডিমেড হিরো সুলভ গোয়েন্দা তো অনেক দেখলাম, এবার না হয় একটা গোয়েন্দার তৈরি হওয়ার জার্নিটা দেখি। নব্বইয়ের দশকের তাবড় গোয়েন্দা দক্ষিণারঞ্জন সেন। যার হাতে কিনা ছাড় পায়নি ছিচকে চোর থেকে দুঁদে হত্যাকারীরাও। তবে এটা অবনীর গল্প। অবনী সেন।’ অবনী তাঁর বাবার মতো না হতে পারলেও একাধিক রহস্য ভেদে তাঁর অবদান সুদীর্ঘ। তাই অবনীর অন্তিম পরিণতি দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে ‘অবনী সেনের ৭ নং কেস’-এ। সিরিজের পরিচালক-লেখক নীল নওয়াজ নিজেই। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সাগ্নিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ