Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেট মহানগর তালামীযের অভিষেক সম্পন্ন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৯ পিএম

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, আজ মুসলমানদের দুর্দিন চলছে, সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত। আমাদের দেশেও ইসলাম বিরোধী অপতৎপরতা থেমে নেই। ইসলামী শিক্ষা, তাহযীব ও তামাদ্দুন মিটিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। আমরা নিজের জীবনকে ইসলামের রঙ্গে রঙিন করতে হবে। দ্বীনের কাজে অন্যকে ভালোবাসার সহিত আহবান করে খালিসভাবে দ্বীনের কাজ এগিয়ে নিতে হবে।
আজ (শুক্রবার) বাদ জুমুআ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০২৩-২৪ সেশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
শাখা সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক মারুফ আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি এম. শামছ উদ্দিন, আতিকুল ইসলাম রেদওয়ান, সহ সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মো. আফজল হোসেন, মো. রাকিবুর রহমান, প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, সহ প্রচার সম্পাদক আরিফ মাহমুদ জামী, অর্থ সম্পাদক মো. মাহমুদুর রহমান, সহ অফিস সম্পাদক আল আমিন তালুকদার, ইমাম উদ্দিন মানিক, হোসাইন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, সহ প্রশিক্ষণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, আব্দুল মুনতাসির খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান রাসেল, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. তোফায়েল শাহ, মো. নুরুল হাসান, ইকবাল হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজমুল হাসান, আবুল আহসান মো. ইয়াসিন। সদস্য- এহসান আহমদ চৌধুরী, রাইয়্যান আহমদ চৌধুরী, জায়দুল ইসলাম, এস এম আলী আহমদ, এস এম জাকারিয়া আহমদ, কামরুল ইসলাম চৌধুরী, মো. মিজানুর রহমান, মো. আব্দুল মুনিম, নাইম আহমদ, জুবায়ের আহমদ, খালেদ আহমদ, মো. বুরহান উদ্দিন, আরকান খান মোহন, আব্দুল মাজিদ চৌধুরী ও ইকরাম হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ