Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইলহান ওমরকে পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকে অপসারণ করল রিপাবলিকানরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪২ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সদস্যরা প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমরকে অপসারণ করেছে। অতীতে ইসরাইলের প্রতি তার সমালোচনার কারণে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার ইলহান ওমরকে ২১৮-২১১ ভোটে অপসারণ করা হয়। ডেমোক্র্যাটরা অবশ্য এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছিল। ইলহান ওমর সাবেক সোমালিয়া থেকে আসা উদ্বাস্তু এবং কংগ্রেসে নির্বাচিত দুই মুসলিম নারীর অন্যতম।

রিপাবলিকান আইনপ্রণেতারা যুক্তি দেন যে ওমর 'অ্যান্টি-সেমিটিক' এবং ‌অ্যান্টি-ইসরাইল।' এ কারণে তিনি পররাষ্ট্র নীতি প্যানেলে কাজ করতে অযোগ্য।

তবে ভোটের আগে ওমর বলেন, তার পরিচিতির কারণেই রিপাবলিকানরা তাকে টার্গেট করছে।

ওমর বলেন, 'এমন ধারণা প্রচলিত রয়েছে যে আপনি সন্দেহভাজন হবে যদি আপনি অভিবাসী হন কিংবা আপনি বিশ্বের নির্দিষ্ট অংশের লোক হয়ে থাকেন কিংবা আপনার চামড়ার নির্দিষ্ট কোনো রঙের হয় কিংবা আপনি মুসলিম হন।'

তিনি বলেন, 'রিপাবলিকান পার্টির সদস্যদের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকে গোপন মুসলিম হিসেবে অভিহিত করাটা কোনো কাকতালীয় বিষয় ছিল না।'

ওমর বলেন, তিনি রিপাবলিকানদের এই পদক্ষেপে সন্ত্রস্ত্র হবেন না।

তিনি বলেন, 'আমি এক মেয়াদে এই কমিটিতে না থাকলে আমার কণ্ঠ আরো সোচ্চার হবে, আরো শক্তিশালী হবে এবং আমার নেতৃত্ব আগের মতোই বিশ্বজুড়ে প্রশংসিত হবে। কাজেই আপনার ভোট দেন বা না দেন, আমি আমার জায়গাতেই থাকব।'

তিনি বলেন, 'যারা অন্যায় যুদ্ধ, নৃশংসতা, জাতিগত শুদ্ধি অভিযান, দুর্নীতি, উচ্ছেদের' শিকার হচ্ছেন, তাদের পক্ষে কথা বলা অব্যাহত রাখবেন।

হোয়াইট হাউস ওমরকে কমিটি থেকে অপসারণকে 'রাজনৈতিক চালবাজি' এবং 'আমেরিকান জনগণের জন্য ক্ষতিকর কাজ' হিসেবে অভিহিত করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জ্যাঁ-পিয়েরে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, 'কংগ্রেসওম্যান ওমর কংগ্রেসের একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন সদস্য।' তিনি আরো জানান, ইসরাইলবিষয়ক অতীতের মন্তব্যের জন্য ওমর ক্ষমাও চেয়েছিলেন। সূত্র : আল জাজিরা



 

Show all comments
  • Mohmmed Dolilur ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪১ পিএম says : 0
    অনন্যায় ভাবে করা হয়েছে,মুসলমানেরা এখন অনুভব করতে পারবে,যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী দেশ এবং বর্ণবাদ বিরোধী,এবং মুসলিম বিরুধী দেশ,মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে এরা তাহা চায় না,মুসলমানদের উচিত একটি কমিটি করা,মুসলমান দেশ গুলি ঐক্যবদ্ধ হয়ে একটি সমিতির বেবসতা করা,সেখানে তিন দেশ কে বাঁচাই করা,বাঁচাই করে,মিলিয়ন বিলিয়ন জমা করে পারমাণবিক বোমা হইতে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র বানানে,অতি জরুরি তাহা করা উচিত।
    Total Reply(0) Reply
  • M Nasir Shah ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৩ পিএম says : 0
    গোটা মধ্যে প্রার্চের পবিত্র মাঠি রক্তের সাগর লক্ষ লক্ষ নারী পুরুষ বৃদ্ধা শিশুর শহীদি কারবালা ইসরায়েলের জন্যে। ইহুদি জাতির ৬০ লক্ষ হত্যা করেছিলেন দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় হিটলার বলেছিলেন বাকী কেন বাচিয়ে রেখেছেন পরবর্তীকালে পৃথিবীর মানুষ জানবে। ইসরায়েলের বিরুদ্ধে বলা যাবেনা এর আমেরিকায় অর্থনৈতিক ভাবে অত্যন্ত প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়া নিয়ন্ত্রণকারী আমেরিকার মিত্র। ইলহাম ওমর ইসরাইল এর বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের জঘন্যতম হত্যার বর্বরতা চিত্র প্রকাশ করেছেন বলেছেন। আমেরিকার গনতন্ত্রের বাক স্বাধীনতার পুরুস্কার। এটিই আমেরিকার চরিত্রের নাম।
    Total Reply(0) Reply
  • M Nasir Shah ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৩ পিএম says : 0
    গোটা মধ্যে প্রার্চের পবিত্র মাঠি রক্তের সাগর লক্ষ লক্ষ নারী পুরুষ বৃদ্ধা শিশুর শহীদি কারবালা ইসরায়েলের জন্যে। ইহুদি জাতির ৬০ লক্ষ হত্যা করেছিলেন দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় হিটলার বলেছিলেন বাকী কেন বাচিয়ে রেখেছেন পরবর্তীকালে পৃথিবীর মানুষ জানবে। ইসরায়েলের বিরুদ্ধে বলা যাবেনা এর আমেরিকায় অর্থনৈতিক ভাবে অত্যন্ত প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়া নিয়ন্ত্রণকারী আমেরিকার মিত্র। ইলহাম ওমর ইসরাইল এর বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের জঘন্যতম হত্যার বর্বরতা চিত্র প্রকাশ করেছেন বলেছেন। আমেরিকার গনতন্ত্রের বাক স্বাধীনতার পুরুস্কার। এটিই আমেরিকার চরিত্রের নাম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ