Inqilab Logo

বুধবার , ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯, ০৬ রমজান ১৪৪৪ হিজরী

মেয়ের কল্যাণে ভাইরাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আমেরিকান ফুটবল দলের কোচ নিক সিরিয়ানির সংবাদ সম্মেলন তার মেয়ের কারণে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। জানা গেছে, ফিলাডেলফিয়া ঈগলস দল এনএফসি চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতেছিল। তারপর কোচ একটি সংবাদ সম্মেলন করেন। অনুষ্ঠানে নিক সিরিয়ানির সঙ্গে তার দুই ছেলে ও মেয়েও উপস্থিত ছিলেন।
এ প্রেস কনফারেন্সটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণ ছিল নিকোলাস সিরিয়ানির ৫ বছর বয়সী মেয়ে টেলর সিরিয়ানি, যিনি তার বাবাকে খুব সুন্দরভাবে অনুকরণ করছিলেন।

ভিডিওতে দেখা যায়, মুখের অভিব্যক্তি ও ইশারার মাধ্যমে সংবাদ সম্মেলনে তার বাবার বক্তব্য নকল করছেন কোচের মেয়ে। সোশ্যাল মিডিয়ায় ৬ বছরের শিশুর এ খুব কিউট স্টাইলটি সেখানকার সব মিডিয়া প্রতিনিধিদের মনোযোগের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়। এ উপলক্ষে নিকোলাস সিরিয়ানিও তার মেয়েকে তা করতে নিষেধ করেন। সূত্র : জে এন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ