Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রতীকের প্রার্থীর জয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান ৯৪ হাজার ৯২৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট।

বুধবার রাতে এই আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন এই ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন; ৬৯ হাজার ৫২৯ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারি ভাবে আসনটির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দেলোয়ার হোসেন বলেন; জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬১ ভোট, জাকের পার্টির গোলাপ ফুলের প্রার্থী গোলাম মোস্তফা পেয়েছেন ১ হাজার ৮৭০ ভোট, খুরশিদ আলম মাথার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ১৪ হাজার ৩০৯ ভোট, বিএনএফের নবিউল ইসলাম টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৭৩ ভোট।

তিনি আরও বলেন; এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এর বিপরীতে ভোট দিয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪০জনের। গড়ে ভোট পড়েছে ৩৪ দশমিক ৭৮ শতাংশ।

প্রসঙ্গতঃ জিয়াউর রহমান এই আসন থেকে আরও একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপনির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ