Inqilab Logo

মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ০৫ রমজান ১৪৪৪ হিজরী

অবশেষে পায়রা বন্দরের হেলে পড়া সীমানা গাইড ওয়াল অপসারণ করা হচ্ছে

কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৯ পিএম

অবশেষে অপসারণ করা হচ্ছে পায়রা বন্দরের হেলে পড়া ২০০ ফুট সীমানা গাইড ওয়াল। গতকাল শেষ বিকালে বন্দর কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ অপসারণ কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানী। এতে কিছুটা স্বতি ফিরেছে বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মানুষের মাঝে।

গত সোমবার সন্ধ্যায় নির্মান কাজ শেষ হতে না হতেই হেলে পড়ে পায়রা বন্দরের কোয়াটার সংলগ্ন উত্তর পাশের ১০০ ফুট গাইড ওয়াল। এসময় ক্ষতিগ্রস্থ হয় আরও একটি ১০০ ফুট দৈর্ঘ্যরে গাইড ওয়াল। এ নিয়ে বেশ কিছু গনমাধ্যমে সংবাদ প্রচার হলে টনক নড়ে বন্দরের কৃর্তপক্ষের। ১১ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩ হাজার ফুট দৈর্ঘ্যরে এ সীমানা গাইড ওয়ালের নির্মান কাজ করছে এবিএম ওয়াটার কোম্পানী।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানকে হেলে পড়া গাইড ওয়াল অপসারন করে নতুন করে নির্মানের নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ