Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটে পা পিছলে পড়ে গেলেন বিসিবি সভাপতি পাপন !

 সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২৩, ৭:০১ পিএম

নানা কারণে সমালোচনার রসদ জুগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট (বিপিএল)। আম্পায়ারিংয়ের মান, বিদেশি খেলোয়াড়দের সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর যোগাযোগের অস্পষ্টতা নিয়েও উঠছে অভিযোগ। সিলেট পর্বে বিসিবি কর্তাদের অনুপস্থিতি যেন স্পষ্ট হচ্ছে বিপিএলের গা ছাড়া ভাবটা। ঢাকা ডমিনেটর্স-রংপুর রাইডার্স ম্যাচের ঠিক আগ মুহুর্তে আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছানো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাকে স্বাগত জানাতে নেয়া হয় নানা প্রস্তুতি। স্টেডিয়ামের নানা প্রান্তে বোর্ড প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে টাঙানো হয় প্ল্যাকার্ড। কিন্তু স্টেডিয়ামে ঢুকতেই অঘটনের শিকার হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ভিআইপি বক্সে সিঁড়িতে পা পিছলে পড়ে যান তিনি। তবে বড় কোনো দুর্ঘটনা বা আঘাত পাননি পাপন। সাথে সাথে উঠে দাড়ান এবং চলে যান দ্রুত ভিতরে। এদিকে, বিপিএলের প্রতি সিলেটবাসীর আগ্রহ থাকলেও বিভিন্ন অনিয়মের কথা বলছেন দর্শকরা। গ্যালারি ভর্তি দর্শকের ছবি মাঠে বসে দেখতে ঢাকা থেকে আসেননি বিসিবির কোনো কর্মকর্তা। সভাপতি যেমন ছিলেন না, তেমনি দেখা মেলেনি গভর্নিং কাউন্সিলের কোনো সদস্যের। ম্যাচ সংখ্যা কম হওয়ায় হতাশার কথাও শোনা যায় সাধারণ ক্রিকেটপ্রেমীদের মুখে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ