Inqilab Logo

শনিবার , ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ০৯ রমজান ১৪৪৪ হিজরী

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও থানা পুলিশ অভিযান চালিয়ে পাচারকালে গাড়িসহ কাঠ আটক

কাপ্তাই(রাঙ্গামাটি) উপজেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ১:৫৫ পিএম

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গভীর রাতে পাচারকালে কাঠ আটক করেছে। শনিবার দিবাগত রাত দেড়টায় রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ও চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী যৌথ অভিযান চালিয়ে চাঁদের গাড়িসহ প্রায় ৩লাখ টাকার সেগুন গোলকাঠ ও রদ্দা আটক করে।রাইখালী বন রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গোপন সুত্রে খবর পেয়ে সিদ্ধার ঘোনা মারমাপাড়া এলাকায় যৌথ অভিযান করে কাঠ জব্দ করা হয়। কাঠ গুলো বাঙ্গালহালিয়া বিটকাম চেক পোস্টে হস্তান্তর রাখা হয়েছে। এ বিষয়ে একটি বন মামলা করা হয়েছে।এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকিবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ