Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্ব ঐতিহ্যের তালিকায় ইউক্রেনের ওডেসা অন্তর্ভুক্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৩, ৮:৫১ পিএম

ইউনেস্কো গত বুধবার জানায়, ইউক্রেনের বন্দরশহর- ওডেসা ঐতিহাসিক কেন্দ্র বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সেই সঙ্গে এই শহরটি আরও বিপদের সম্মুখীন বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানায়, গত বুধবার প্যারিসে ইউনেস্কোর গ্রুপ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্ব ঐতিহ্য কমিটির ২১টি সদস্য দেশের মধ্যে ৬টি পক্ষে, ১টি বিপক্ষে ভোট পড়ে। এভাবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় ওডেসা ঐতিহাসিক কেন্দ্র।

ইউনেস্কো এক বিবৃতিতে জানায়, ওডেসার সফলতা থেকে সবার যৌথ দৃঢ়প্রতিজ্ঞা ফুটে উঠেছে। যা বিশ্ব অশান্তি থেকে এই শহরটিকে রক্ষার চেষ্টা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ