Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দু’জন নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ৮:৫৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দু’জন নিহত ও দু’জন আহত হয়েছে। আজ শুক্রবার ভোরে শনির আখড়া দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সিএনজি চালক মো. মমিন মিয়া (৩৮) ও পলাশ শেখ (৪৮)। আহতরা হলো, মো. শাহ আলী (৩৬) ও মো. সুমন (৩৯)। পথচারীরা তাদের উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে যায়।
নিহত মো. মমিন মিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দয়াকান্দা গ্রামের দানেশ মিয়ার পুত্র। পলাশ শেখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার উড়পাড়া গ্রামের মজিবর শেখের পুত্র।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালমান হতাহতের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোরে একটি সিএনজি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ও ৩ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সিএনজি চালকসহ দু’জনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচচু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ