Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এটি ফেস্টিভ্যালের ২১তম আসর। ৯ দিনব্যাপী এই আসর চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এই সময়ে ১০টি বিভাগে বিশ্বের ৭১টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ, স্টার সিনেপ্লেক্সে উৎসবের সিনেমা প্রদর্শন করা হবে। উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, উদ্ভোধনের দিন বিকেল ৫টায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে ‘জেকে ১৯৭১’ সিনেমাটি প্রদর্শিত হবে। জাদুঘরের মূল মিলনায়তনে ১৫ জানুয়ারি বিকেল ৫টায় প্রদর্শিত হবে আশিক মোস্তফা পরিচালিত ‘থার্টি-ফাইভ’ এবং সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘যা হাড়িয়ে যায়’ সিনেমা দুটি। পরের দিন একই স্থানে একই সময়ে দেখানো হবে ‘হাওয়া’ সিনেমাটি। জাদুঘরের মূল মিলনায়তনে ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ‘বিউটি সার্কাস’, ১৮ জানুয়ারি ‘দামাল’, ১৯ জানুয়ারি ‘পাপ পুণ্য’, ২০ জানুয়ারি ‘সাঁতাও’ প্রদর্শিত হবে। ২১ জানুয়ারি একই মিলনায়তনে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘দেশান্তর’ ও ‘মৃত্যুঞ্জয়ী’ সিনেমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ