Inqilab Logo

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বেনাপোলে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পাতাকা বৈঠক অনুষ্ঠিত

সীমান্ত হত্যা বন্ধ, নারী-শিশু পাচার প্রতিরোধ,মাদক ও চোরাচালান বন্ধে

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ৬:১৬ পিএম

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের অদুরে গাতীপাড়া সীমান্তের কামারবাড়ী পোষ্টে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে পাতাকা বৈঠক।
২১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লেঃ কর্নেল তানভীর আহমেদ জানান, আজ রবিবার বিকেলে ব্যাটালিয়ন পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, নারী-শিশু পাচার প্রতিরোধ,মাদক ও চোরাচালান বন্ধ সহ বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা স্থান পায়। বিকেলে থেকে শুরু হওয়া পতাকা বৈঠক শেষ হবে সন্ধ্যা পর্যন্ত ।
বাংলাদেশের বিজিবির পক্ষে ৫ সদস্যের নেতৃত্ব দেন ২১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লেঃ কর্নেল তানভীর আহমেদ এবং ভারতের পক্ষে ১৫৮ বিএসএফের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার। উভয় দেশের ৫ জন করে অফিসার পাতাকা বৈঠকে অংশ গ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈঠক অনুষ্ঠিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ