রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরা পৌর এলাকার বরুনাতৈল গ্রামে অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছে একই গ্রামের পিতা-মাতাসহ ৩ জন। আহতরা বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। মাগুরা সদর থানায় এ ব্যাপারে মামলা করেছে সন্ত্রাসী হামলায় আহত ঐ গ্রামের গোরস্থান পাড়ার জয়নাল খানের ছেলে সাফায়াত খান। মামলার বিবরণে জানা গেছে, বরুনাতৈল গ্রামের নজু মিয়ার পুত্র আসামি সোহেল, শহিদুল ও জমির পিতা অজ্ঞাত, গত ১১ নভেম্বর দুপুরে ধারাল অস্ত্রে সজ্জিতি হয়ে সোহেলের বাড়িতে হামলা চালায়। এ সময় সোহেলের মা শিরিনা বেগম, পিতা জয়নাল খান ও সোহেলকে লোহার রড দিয়ে রক্তাক্ত জখম করে। জানা গেছে, একই এলাকার জনৈক মহিলার সাথে সোহেলের অবৈধ সম্পর্কে আপত্তিকর অবস্থায় থাকা অবস্থায় সায়ায়েত খান দেখে ফেলে। এ ঘটনা নিয়ে সোহেল তার সাথী শহিদুল ও জমির গত ১১ নভেম্বর দুপুরে হামলা চালায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।