Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার দেশকে গভীর সংকটে ফেলবে : সুব্রত চৌধুরী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১০:৫৩ পিএম

অস্থিতিশীল রাজনৈতিক সংকট সৃষ্টি করে সরকার দেশকে আরও গভীর সংকটে ফেলবে বলে মন্তব্য করেছেন গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর মতিঝিল ইনার সার্কুলার রোডে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।

সুব্রত চৌধুরী বলেন, এমন পরিস্থিতি থেকে উত্তরণে সুশাসনের কোনো বিকল্প নেই। সুশাসন প্রতিষ্ঠা করার একমাত্র উপায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তিনি বলেন, দেশের জনগণকে উন্নয়নের কল্পকাহিনী শোনাতে শোনাতে হঠাৎ করে দুর্ভিক্ষ আসছে বলে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন, তা লুটপাটকারীদের লুটপাটে উৎসাহিত ও সুযোগ সৃষ্টি করবে। এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দিন শেষে জনগণই ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ