Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউক্রেনের হয়ে যুদ্ধ করা নিহত মার্কিনীর লাশ ফেরত দিল রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১০:২০ এএম

ইউক্রেনের হয়ে যুদ্ধ করে নিহত হওয়া মার্কিন নাগরিকের লাশ ফেরত দিয়েছে রাশিয়া। গত আগস্টে মার্কিন এ নাগরিক রুশ সেনাদের হামলায় নিহত হন। যুক্তরাষ্ট্রের এ নাগরিকের নাম জসুয়া জনস। মার্কিন পররাষ্ট্র দপ্তর জনসের পরিবারকে মৃতদেহ প্রত্যাবর্তনের তথ্য জানিয়েছে।
গতকাল বুধবার ইউক্রেনের জাপোরিঝিয়ায় এ লাশ হস্তান্তর করে রাশিয়া। খবর সিএনএনের।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জাপোরিঝিয়া ভাসিলিভকা শহরের উত্তরে লাশ প্রত্যাবর্তন অনুষ্ঠিত হয়। রাশিয়া-ইউক্রেনের দখলকৃত নো ম্যানসল্যান্ডে উভয়পক্ষ দুই ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জনসের মৃতদেহ নিতে একটি অ্যাম্বুলেন্স উপস্থিত ছিল। ইউক্রেন জানিয়েছে, তারা জনসের মৃতদেহ শনাক্ত করতে সক্ষম হয়েছেন। রাশিয়া আগেই তার ছবি ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিল।
কান্নারত অবস্থায় জনসের বাবা সিএনএনকে বলেন, ‘আমরা তাকে ফেরত পেয়েছি।’ এর মাধ্যমে পরিবারের ওপর থেকে বড় বোঝা নেমে গেল বলেও মন্তব্য করেন তিনি । সূত্র : সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ