Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সর্বোচ্চ মূল্যস্ফীতি অস্ট্রেলিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য বেড়ে যাওয়ায় গত প্রান্তিকে দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পরিসংখ্যার ব্যুরো (এবিএস)। এ বিষয়ে বুধবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বেড়ে ১ দশমিক ৮ শতাংশ হয়েছে। বাজার নীতিনির্ধারকরা যা ধারণা করেছিলেন ১ দশমিক ৬ শতাংশ। দেশটিতে এ সময়ে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ, আগের বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ১ শতাংশ। যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ। এ বিষয়ে মার্সেল থিলিয়ান্ট নামের এক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বলেন, ভোক্তা মূল্য সূচকের এ ধারা আগামী প্রান্তিকে ৮ শতাংশ মূল্যস্ফীতিকে ইঙ্গিত করছে। সিপিআই রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ায় খাদ্য সামগ্রীর বার্ষিক মূল্যস্ফীতি এরইমধ্যে ৯ শতাংশ হারে বেড়েছে। শুধু তৃতীয় প্রান্তিকে এ বৃদ্ধির হার ৩ দশমিক ২ শতাংশ। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সর্বোচ্চ মূল্যস্ফীতি অস্ট্রেলিয়ায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ