Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গয়নাভর্তি ব্যাগ ছুঁয়ে দেখলো না কেউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:১৫ এএম

ট্রেনের ভেতর ভুল করে গয়নাভর্তি ব্যাগ ফেলে গিয়েছিলেন দুই যাত্রী। তারা নেমে যাওয়ার পর পড়ে থাকা ব্যাগের মালিকের খোঁজ না পেয়ে অন্য যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ব্যাগে বোমা রয়েছে ভেবে সেটি কেউ ছুঁয়ে দেখারও সাহস করেননি। অবশেষে হাত লাগায় পুলিশ। আর তাদের সাহায্যেই গয়নাসহ ব্যাগটি ফেরত পেয়েছেন এর আসল মালিক। স¤প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। স্থানীয় রেল পুলিশ জানিয়েছে, চিকিৎসক প্রবীর বাগ ও তার স্ত্রী সীমা বিশ্বাস গত মঙ্গলবার দুপুরে নৈহাটি থেকে গেদে লোকাল ট্রেনে চড়ে চাকদহের বাড়িতে ফিরছিলেন। অতিরিক্ত ভিড় থাকায় তারা ভেন্ডার কামরায় উঠতে বাধ্য হন। চাকদহ স্টেশনে পৌঁছানোর পর দু’জনই নেমে যান। কিন্তু ভুলে যান সাথে থাকা ব্যাগটি নিতে। তার মধ্যেই ছিল মূল্যবান গয়নাগাটি। পরে অন্য যাত্রীরা দেখেন, ট্রেনে পড়ে রয়েছে মালিকবিহীন একটি ব্যাগ। পূজার মৌসুমে নাশকতার ছকে কেউ তা রেখে গেছে ভেবে হইচই শুরু করেন যাত্রীরা। আতঙ্কে অনেকেই অন্য কামরায় চলে যান। গেদে পৌঁছানোর পর যাত্রীদের অভিযোগে ব্যাগটি নামিয়ে নেয় রেল পুলিশ। ব্যাগ খুলে তারা দেখতে পায়, এর ভেতরে দু’টি সোনার হার, দুল, আংটি, সোনায় মোড়া শাখা, পলা, স্মার্টফোনসহ নানা জিনিস রয়েছে। পুলিশের দাবি, ব্যাগে অন্তত সাড়ে সাত লাখ রুপি সমমূল্যের সামগ্রী ছিল। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ