Inqilab Logo

বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০, ১১ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মো. আব্দুল্লাহ বাবু (৬০) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার কাছে থাকা ৭০ হাজার টাকা ও দুটি মোবাইলও খোয়া গেছে।
মতিঝিল থানার এসআই মো. শহিদুল ইসলাম জানান, গত বুধবার বিকেলে কমলাপুর ব্রাহ্মণবাড়িয়া বাস কাউন্টারের সামনে বাবুকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে নুরুল আলম পুলিশকে জানিয়েছে, ভৈরবে মেলায় কাপড় বিক্রি করতে গিয়েছিলেন তার বাবা। বুধবার একটি বাসে ঢাকায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়েন। আব্দুল্লাহ বাবুর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার ধামারন এলাকায়। রাজধানীর মুগদায় ১ নম্বর গলি এলাকার ৫১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। ময়না তদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ