Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিন্ডিকেট নির্মূলে ‘পোল্ট্রি বোর্ড’ গঠনের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৭ পিএম

দিনের পর দিন পোল্ট্রি শিল্পের অন্যতম উপাদান মুরগির একদিনের বাচ্চা,খাদ্য ও ডিম নিয়ে উৎপাদনকারী কোম্পানি ও ডিলারদের সিন্ডিকেট চক্রে হতাশায় নিমজ্জিত প্রান্তিক খামারীরা। তাদের মধ্যে অনেকেই আবার ঋণের চক্রে সর্বশান্ত হয়ে হয়রানির শিকার হচ্ছেন। একই সাথে বহুজাতিক কোম্পানিগুলো নিজেরাই গোশত ও ডিম উৎপাদনের জন্য জারি রেখেছে কৃত্রিম সংকট। বহুবিধ আগ্রাসনের কবলে পড়ে এই শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই পোল্ট্রি খাতের সিন্ডিকেট নির্মূলে ‘পোল্ট্রি বোর্ড’ গঠনের দাবি জানিয়েছে ডিম উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।

সংগঠনের সভাপতি মো. সুমন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। সেখানে বলা হয়, বাণিজ্য মন্ত্রনালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে অভিজ্ঞ কর্মকর্তা দিয়ে পোলট্টি বোর্ড গঠন করা একান্ত প্রয়োজন।

এই পোলট্টি বোর্ডের কাজের পরিধিতে বলা হয়েছে, পোলট্রি শিল্পের সকল ধরনের পণ্য এবং একদিন বয়সের সকল ধরনের মুরগির বাচ্চা এবং পোলট্রি ফিড উৎপাদন পর্যবেক্ষণ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা। খামারিদের উৎপাদিত খাওয়ার উপযোগী সকল ধরনের রেডি মুরগি এবং ডিমের উৎপাদন খরচ পর্যবেক্ষণ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা। সকল প্রকার পোলট্রি মেডিসিন উৎপাদন খরচ পর্যবেক্ষণ করে ঔষধের বিক্রয় মূল্য নির্ধারণ করা। সকল প্রকার পাইকারি / খুচরা বাজার পর্যবেক্ষণ করে বাজার মনিটরিং করা।

পোলট্টি বোর্ডের কাজের পরিধিতে আরও বলা হয়েছে, সকল কর্পোরেট কোম্পানি ও প্রান্তিক খামারিদের উৎপাদিত সকল ধরনের পণ্যের উৎপাদক, পাইকারি আড়ৎদার রিটেইলার ও ভোক্তাদের যৌক্তিক প্রফিট দিয়ে মূল্য নির্ধারণ করবে পোলট্টি বোর্ড। যাতে সারা বাংলাদেশে একই মূল্যে কেনাবেচা হয়। এছাড়া সকল ধরনের প্রান্তিক খামারি, কর্পোরেট কোম্পানি, আড়ৎদার রিটেইলার সকলোর ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক থাকতে হবে এবং প্রত্যেকবার ক্রয় বিক্রয়ের রশিদ প্রদানে বাধ্য থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ