Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিলিপাইনে শক্তিশালী নোরুর আঘাতে নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:১০ এএম

প্রবল শক্তি সঞ্চার করে ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন নোরু। ঝড়ো আবহাওয়ায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফিলিপাইনের লুজান দ্বীপের ওপর দিয়ে ২৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে। দেশটির ১১ কোটি জনসংখ্যার অর্ধেকের বসবাস এখানেই। আবহাওয়া পূর্বাভাসকারীরা বলেন, ঝড়টি তীব্রভাবে লুজানের পশ্চিমে আঘাত হেনেছে। ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় নোরু। বুলকানের গভর্নর ড্যানিয়েল ফার্নান্দো বলেছেন, সান মিগুয়েল জেলায় উদ্ধার অভিযানের সময় আকস্মিক বন্যায় ভেসে গেছেন পাঁচজন। ভারী বৃষ্টিতে ডুবে গেছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক। খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকায়। ঝড়ের কারণে ৭৪ হাজারের বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদে নেওয়া হয়েছে। রাজধানী ম্যানিলায় খুব একটা প্রভাব না পড়লেও এর আগে বন্যার আভাস দিয়ে সতর্কতা জারি করেছিলেন কর্তৃপক্ষ। নোরু স্থানীয়ভাবে কাডিং নামে পরিচিত। ধীরে ধীরে দুর্বল হয়ে সোমবার সন্ধ্যা নাগাদ ফিলিপাইন অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস সোমবার (২৬ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে বলেন, আমি মনে করি এখন পর্যন্ত আমরা ভাগ্যবান। গত দুই দিনে যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম তা কাজে এসেছে। তবে ঝড়টি এখনও শেষ হয়ে যায়নি। সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদারেরও নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইনে শক্তিশালী নোরুর আঘাতে নিহত ৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ