Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুটিংয়ের নতুন দুই কোচ

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন জাতীয় দলের জন্য দু’জন নতুন বিদেশী কোচকে নিয়োগ দিয়েছে। ২০২০ টোকিও অলিম্পিক গেমসকে সামনে রেখে ডেনমার্ক ও মন্টেনেগ্রোর এই দুই কোচ দীর্ঘমেয়াদে বাংলাদেশ শুটিং দলের দায়িত্বে থাকবেন। এরা হলেন-  ডেনমার্কের হাই পারফরম্যান্স রাইফেল কোচ ক্লাভস ক্রিস্টেনসেন ও মন্টেনেগ্রোর পিস্তল কোচ মার্কো সকিচ। গতকাল শুটিং ফেডারেশন সুত্রে এ তথ্য জানা যায়। ক্রিস্টেনসেনের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত ও মার্কোর সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি করেছে ফেডারেশন। রিও অলিম্পিকের আগে স্বল্পমেয়াদে  বাংলাদেশ শুটিং দলের কোচের দায়িত্বে ছিলেন ক্রিস্টেনসেন। এবার লম্বা সময়ের জন্য লাল-সবুজদের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ