প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী

মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউড শীর্ষ পাঁচ
১. বুলেট ট্রেইন। ২. ডিসি লিগ অফ সুপার-পেটস। ৩. টপ গান : ম্যাভরিক। ৪. থর : লাভ অ্যান্ড থান্ডার। ৫. বডিজ বডিজ বডিজ
বডিজ বডিজ বডিজ
ওলন্দাজ অভিনেত্রী-নির্মাতা হালিনা রেইন পরিচালিত কমেডি হরর ফিল্ম। তিনি ওলন্দাজ ভাষায় অনেকগুলো ফিল্ম এবং টিভি ফিল্ম পরিচালনা করেছেন, এছাড়া তিনি মঞ্চেও অভিনয় করে থাকেন। বি (মারিয়া বাকালোভা) এবং তার বান্ধবী সোফি (আমেন্ডলা স্টেনবার্গ) তাদের আরেক বন্ধুর ম্যানসনে এক হারিকেন পার্টিতে যোগ দেবার জন্য যায়। সেখানে তাদের সেই বন্ধুর প্রেমিকা এমাসহ (চেস সুই ওয়ান্ডার্স) আরও বেশ কিছু অতিথি উপস্থিত ছিল। সারাদিন মদ্যপান এবং নাচগানের পর রাতে তার আ বডিজ বডিজ বডিজ নামের একধরনের লুকোচুরি খেলা শুরু করে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, নির্দোষ খেলাটি ভয়ংকর রূপ নেয়। একজন অংশগ্রহণকারী অতিথি খুন হয়; বোঝা যায় তাদের মাঝে একজন নিষ্ঠুর খুনি রয়েছে, এই খনিকে ধরতে হবে আর যারা বেঁচে আছে সবাইকে সারাটা রাত টিকে থাকতে হবে। সবাই জীবিত টিকে থাকতে পারবে সারা রাত? খুনিকে ধরা যাবে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।