Inqilab Logo

শনিবার , ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯, ০৯ রমজান ১৪৪৪ হিজরী

দাবানল ছড়িয়ে পড়েছে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ফ্রান্স ইউরোপের বাকি অংশের মতো তাপপ্রবাহ এবং খরা মোকাবেলা করছে যা গত দুই মাসে মহাদেশ জুড়ে একাধিক দাবানল সৃষ্টি করেছে। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এখন বন বিভাগেও। ওয়াইন ক্রমবর্ধমান গিরোন্ডে বিভাগের স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ৫০০ জন দমকলকর্মীকে একত্রিত করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গিরোন্ডে জুলাই মাসে দুটি দাবানলে আঘাত হেনেছিল যা ২০ হাজার হেক্টরের বেশি বন ধ্বংস করেছিল এবং প্রায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছিল। মঙ্গলবারও দেশের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়ে, একটি লোজার এবং অ্যাভেরনের দক্ষিণ বিভাগে, যেখানে ইতোমধ্যেই প্রায় ৬০০ হেক্টর পুড়ে গেছে। আরেকটি অগ্নিকাণ্ড পশ্চিম ফ্রান্সের মেইন এট লোয়ার বিভাগে, যেখানে স্থানীয় কর্তৃপক্ষের মতে ৬৫০ হেক্টর পুড়ে গেছে এবং ৫০০টি হুমকির সম্মুখীন হয়েছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবানল ছড়িয়ে পড়েছে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ