পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সমঝোতার ভিত্তিতে পরবর্তী নির্বাচন কমিশন (ইসি) গঠনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শনিবার এক টুইট বার্তায় তিনি এই আহ্বান জানান। চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার টুইট বার্তায় সমঝোতার মাধ্যমে নতুন ইসি গঠনের সরকারকে তাগিদ দেয়া হয়। সবার ভোটাধিকার রক্ষায় এই সমঝোতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া শনিবার সকালে তার একাউন্ট থেকে পোস্ট করা টুইট বার্তায় আরও উল্লেখ করেন, আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ইসি গঠনের দাবি বিএনপি’র একার নয়। এটা কোনো তুচ্ছ বিষয়ও নয়। এর সঙ্গে সবার ভোটের অধিকার রক্ষার বিষয় জড়িত। এ জন্য আলোচনা দরকার।
উল্লেখ্য, পরবর্তী নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে খালেদা জিয়া সম্প্রতি বিএনপির পক্ষ থেকে কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছেন। পরে টুইট বার্তায় এই প্রস্তাবনাই শেষ কথা নয়, এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেছিলেন, আমার উপস্থাপিত প্রস্তাবনা আলোচনা শুরুর ভিত হতে পারে। ওই প্রস্তাবনা প্রেসিডেন্টের কাছে সরাসরি উপস্থাপনের জন্যও বিএনপি উদ্যোগ নিয়েছে। টুইট বার্তায় খালেদা জিয়া পরবর্তী ইসি গঠন নিয়ে সেই আলোচনার আহ্বানেরই পুনরাবৃত্তি করলেন। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে।
এছাড়া অন্য এক টুইট বার্তায় খালেদা জিয়া কিউবার সদ্য প্রয়াত নেতা ফিদেল ক্যাস্ট্রোকে জনগণের অকৃত্রিম বন্ধু এবং বিপ্লবী বীর বলে উল্লেখ করেছেন। ফিদেল ক্যাস্ট্রো মানবেতিহাসে চিরদিন বেঁচে থাকবেন বলেও খালেদা জিয়া তার টুইট বার্তায় জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।