বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীনগরে রাতের আধারে গেইটের তালা ভেঙ্গে আদালতের দেওয়া লাল নিশানা ফেলে দিয়েছে প্রতিপক্ষ। শুধু তাই নয়,এই বিষয়ে থানায় অভিযোগ করায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে উল্টো গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাও এলাকায় এই ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে ওই এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্য রহিমা বেগম জানান, তাদের প্রতিবেশী আনোয়ার হোসেনের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে তারা মুন্সীগঞ্জ সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। দেওয়ানী মোক্কদমা নং ০৩/১৯৯০। আদালত তাদের পক্ষে রায় প্রদান করে। আদালতের নির্দেশে সরেজমিনে ভুমি কর্মকর্তারা উপস্থিত থেকে প্রতিপক্ষের দখলে থাকা জায়গাটি রহিমা বেগমদের দখলে দিয়ে লাল নিশান টানিয়ে দেন। কিন্তু হঠাৎ করেই গত ৮ জুলাই রাত ১১ টার দিকে প্রতিপক্ষ আনোয়ার শেখ (৫৫) সহ তার দুই ছেলে মনির হোসেন(৩০) ও শামীম হোসেন (৩২) সন্ত্রাসী কায়দায় আমার বসত বাড়ির লোহাড় গেইটের তালা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে বিজ্ঞ আদালতের নির্দেশে দেয়া লাল নিশান ফেলে দেয়। এর আগে তারা কয়েক দিন পূর্বে জোর করে ওই স্থান থেকে কয়েকটি গাছ কেটে ফেলে। এছারা রাতে আনোয়ার হোসেন ও তার ছেলেরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হুমকী দিয়ে ঘর থেকে বের হতে বলে। ভয়ে আমরা ঘর থেকে বাইরে না আসায় তার আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ব্যাপারে রহিমা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এএসআই এরশাদ বলেন, দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করতে হবে। ৩২ বছর মামলা চালিয়ে রায়ের পর আবার কি নিয়ে বসতে হবে এমন প্রশ্নে তিনি বলেন তাহলে বিষয়টি আদালতের এখতিয়ার ভুক্ত, পুলিশের করার কিছু নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।