Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কঙ্গোতে সহিংসতার জেরে ৮শ’ শিশু পরিবার থেকে বিছিন্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০৩ এএম

কঙ্গোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষের জেরে আটশ’র মতো শিশু তাদের পরিবারের কাছ থেকে বিছিন্ন হয়ে পড়েছে। কঙ্গোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও বিদ্রোহী এম-২৩ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে সম্প্রতি। রেড ক্রসের উগান্ডা শাখা এরকম সাতশ শিশুর দেখভাল করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। উগান্ডা রেডক্রসের সুরক্ষা ব্যবস্থাপক আবেল নুওয়ামানিয়া শনিবার আনাদোলু এজেন্সিকে বলেন যে ৮০০ শিশু তাদের পরিবারের সাথে যোগাযোগ হারিয়েছে তবে একশজন কঙ্গোর রেডক্রসের তত্ত্বাবধানে রয়েছে। তিনি বলেন, ‘নায়াকাবাদে শরণার্থী ট্রানজিট ক্যাম্পে আমাদের ৫ থেকে ১৭ বছর বয়সী ৭০০ শিশু রয়েছে যারা তাদের পরিবারের সাথে যোগাযোগ হারিয়েছে। আমরা তাদের বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা করছি’। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী (এফএআরডিসি) এবং এম-২৩ বিদ্রোহীদের মধ্যে রুতশুরু অঞ্চলে ভয়াবহ লড়াইয়ের পরে শিশুরা পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। নুওয়ামানিয়া খাওয়ানো, বাসস্থান এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি শিশুদের মানসিক-সামাজিক পরিষেবাও দিছে বলে জানান। তবে কারও কারও বিশেষ চাহিদা এবং বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, ঝুঁকির মধ্যে বসবাস করা প্রাপ্তবয়স্কদের সমানভাবে বিশেষ সহায়তা দেওয়া প্রয়োজন। শিশু অধিকার রক্ষাবিষয়ক সংস্থা ইউনিসেফ শনিবার (২৫ জুন) বেসামরিক নাগরিকদের ওপর সম্প্রতি হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। সেই হামলায় চার শিশুরও মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, মার্চ মাসের শেষ দিকে, সংর্ঘের পর দেড় লাখের বেশি মানুষ, যাদের মধ্যে অর্ধেকই শিশু যারা বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ উগান্ডায় পালিয়ে যায়। অনেকে গীর্জা, স্কুলে এবং রুতশুরু অঞ্চলে আশ্রয় নিয়েছে। টিআরটি ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্গোতে সহিংসতার জেরে ৮শ’ শিশু পরিবার থেকে বিছিন্ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ