Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সেনাবাহিনীকে দিয়ে ত্রান ও শহর রক্ষা বাঁধের দাবী প্রধানমন্ত্রীকে জানালেন সিসিক মেয়র আরিফ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ২:৪১ পিএম

সেনাবাহিনীকে দিয়ে ত্রাণ তৎপরতা চালাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময় এ অনুরোধ জানান তিনি। মেয়র আরিফুল হক চৌধুরী এসময় সিলেটের বন্যা পরিস্থিতি তুলে ধরে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা সম্পর্কে অবগত করেন। এ সময় মেয়র জানান- সিলেটের বাজারে চিঁড়া, গুড়ের দাম বেড়ে গেছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। সিলেট সিটি করপোরেশন মাত্র ৩০ টন চাল বরাদ্দ পেয়েছে। এটি বাড়ানোর দাবি জানান তিনি। চারটি মেডিকেল টিম কাজ করছে সিলেট নগরীতে। আরো লোকবল বাড়ানো গেলে মেডিকেল টিম বাড়ানো যাবে বলে জানান মেয়র আরিফ। মেয়র আরিফ বলেন, সিলেটের কয়েকটি এলাকা দিয়ে আকস্মিক পানি ঢুকে নগর ডুবে যায়। এজন্য শহর রক্ষা বাঁধের প্রয়োজন। ১৫ কিলোমিটার এলাকায় শহর রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান তিনি। এসময় এ দাবীগুলো বাস্তবায়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আসা মন্ত্রী পরিষদের সদস্য, এমপিরা ছাড়াও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ