Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

টেকনাফে বিজিবির অভিযানে এযাবতকালের বড় চালান ২৭ কোটি টাকার মাদক উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ৯:৫৮ এএম | আপডেট : ১২:৪৭ পিএম, ১৬ জুন, ২০২২

টেকনাফে এক অভিযানে এযাবৎকালের বড় মাদক চালান ২৭ কোটি টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে চব্বিশ কোটি সাতান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ৪.৩১৫ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং তিন কোটি টাকা মূল্যে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট। সাথে আটক করেছে দুইজন মাদক কারবারীকে।

১৬ জুন বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জুন রাতে বিজিবির টহল দল টেকনাফের হৃীলা এলাকার বেড়ীবাঁধ অবস্থান গ্রহণ করে। টহলদল রাতে ৫ জন ব্যক্তিকে মিয়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল উক্ত ব্যক্তিদেরকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়।

চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে একটি প্লাষ্টিকের বস্তা ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদল উক্ত চোরাকারবারীদের পিছু ধাওয়া করে আব্দুর রহমান (৩০) ও মোহাম্মদ নুর (২৫) নামের ২ জন চোরাকারবারীকে আটক করে।
উদ্ধার করা এসব মাদকের বাজার মূল্য ২৭ কোটি টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অপর ৩ জন চোরাকারবারী ছত্রভংগ হয়ে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।

টহলদল চোরাকারবারীদের কাছ থেকে প্রাপ্ত প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৪.৩১৫ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

উল্লেখ্য টেকনাফ সীমান্তে এপর্যন্ত উদ্ধার করা মাদকের এটি সবচাইতে বড় চালান বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ