রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার দেবিদ্বারে আইন-শৃঙ্খলার বিষয়ে যেমন চুরি-ডাকাতির ঘটনা পুলিশ জানার আগে যেন কোন অবস্থাতেই মিডিয়া কর্মীরা জানতে না পারে বা এ নিয়ে সংবাদ মাধ্যমে কোন তথ্য না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচন শেষে উপস্থিত ভোটার ও দর্শকদের উদ্দেশ্যে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান এ নির্দেশ দেন। এলাহাবাদ ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ কার্যালয় মাঠে অপ্রত্যাশিত এক আইন শৃংখলা সভায়-এ রকম বক্তব্য দেয়া নিয়ে এলাকার সর্বমহলে তোলপাড় চলছে। ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে ও থানার উপ-পরিদর্শক নুরুল ইসলামের সঞ্চালনায় ওই সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ন্যাপ উপজেলা সভাপতি অনিল ঠাকুরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে সাংবাদিক বাশার ওই ঘটনার তাৎক্ষনিক প্রতিবাদ জানান। এ দিকে সাংবাদিক সংগঠনগুলো ওসির এ নির্দেশনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসফ ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর অবিলেম্বে ওসির ওই নির্দেশ প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। সংগঠনটি বলেছে, এ ধরনের নির্দেশনা বা আহবান অবাধ তথ্যপ্রবাহের সরাসরি নীতির সম্পূর্ণ পরিপন্থী এবং সাংবাদিকদের কর্মপ্রবাহে হস্তক্ষেপের শামিল। খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যাতে তথ্য প্রাপ্তির অধিকার লঙ্ঘন না করা হয়। করোনা বর্তমান ক্রান্তিকালে গণমানুষের কাছে দ্রুত সংবাদ পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বাত্মক সহযোগিতা করারও আহ্বান জানান এ নেতা। অপর দিকে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার এক বিবৃতিতে বলেছেন, ওসির এই নির্দেশনায় গণমাধ্যম কর্মীরা ক্ষুব্ধ ও বিস্মিত। এ ধরনের নির্দেশনা বা আহবান অবাধ তথ্যপ্রবাহের পথে শুধু অন্তরায় নয়, এটি স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হস্তক্ষেপ এবং স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, ওই নিষেধাজ্ঞা আইন শৃঙ্খলার ব্যর্থতা ও অনিয়ম আড়ালের অপচেষ্টা মাত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।