Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরশুরামে র‍্যাব-পুলিশের মারামারিতে ৪ পুলিশ সদস্য আহত

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ৮:৩৪ এএম

ফেনীর পরশুরাম উপজেলার ডাকবাংলা মোড়ে র‍্যাব- পুলিশের মারামারিতে পুলিশের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে তল্লাশির সময় পুলিশ ও র‍্যাব সদস্যরা সাদা পোশাকে থাকায় কেউই কাউকে চিনতে পারেননি। মঙ্গলবার ১৭ মে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইয়াছিন আলাউদ্দিন ডালিম দুই পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে নিশ্চিত করেছেন।

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আহতরা হচ্ছে পুলিশের এএসআই রেজাউল ও মো. ইব্রাহিম, পুলিশ সদস্য নুর নবী ও মাহবুব। স্থানীয় সূত্রে জানা গেছে, সাদা পোশাকে সুবার বাজার থেকে র‍্যাবের একটি গাড়ি ফেনীর দিকে যাওয়ার পথে পরশুরাম ডাকবাংলা মোড়ে সিগনাল দেয় পরশুরাম থানা পুলিশ। এক পর্যায়ের তাদের মধ্যে বাক-বিতণ্ডা হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় কয়েকজন আহত হন।

পরশুরাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, কোনো মারামারির ঘটনা ঘটেনি, ভুল বোঝাবুঝি হয়েছে। র‍্যাব সদস্যরা এখন থানায় আছেন। আমার উভয় পক্ষের সাথে কথা বলছি।ফেনীর র‍্যাবের কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, আমি বিষয়টি এখন ও জানি না।



 

Show all comments
  • Yousman Ali ১৮ মে, ২০২২, ৯:৩০ এএম says : 0
    পুলিশ মা'র খাওয়ার কাম করেছে এটাই সত্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ