Inqilab Logo

শুক্রবার , ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৯, ১২ যিলক্বদ ১৪৪৪ হিজরী

শিশুদের মোবাইল আসক্তি

| প্রকাশের সময় : ১৩ মে, ২০২২, ১২:০১ এএম

মাথাপিছু আয় বৃদ্ধি এবং মোবাইল ফোনের সহজলভ্যতার ফলে, বর্তমানে শিশুদের মোবাইল ফোন ব্যবহার করার হার অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে, ঢাকাসহ বড় শহরগুলোতে যেসব শিশু বেড়ে উঠছে, তাদের ক্ষেত্রে এই পরিমাণটা বেশি। পর্যাপ্ত খেলার মাঠের অভাবের কারণে চার দেয়ালের মধ্যেই বেড়ে উঠছে শিশুরা। আর এসব শিশু বিনোদন বা খেলাধুলার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে মোবাইল ফোন। যা তাদের জন্য মারাত্মক ক্ষতিকর। অনেক পিতামাতাও ছোটবেলা থেকে শিশুর হাতে তুলে দিচ্ছে মোবাইল। খাবার খাওয়াতে তাদেরকে ইউটিউব ভিডিও বা মোবাইল গেম খেলতে দিচ্ছে অভিভাবকরা। আর এই অভ্যাসটাই শিশুদের মাঝে থেকে যাচ্ছে বহুবছর। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে শিশুদের মানসিক বিকাশে বাধার সৃষ্টি হয়। সেইসাথে শিশুর চোখেরও ক্ষতি হচ্ছে। তাই শিশুর শারীরিক ও মানসিক বিকাশে আপনার শিশু সন্তানকে মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে রাখুন।
ইমরান খান রাজ
প্রাক্তন শিক্ষার্থী, সরকারি পদ্মা কলেজ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ