Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মতলবে নৌ-পুলিশের অভিযানে ১২ মণ জাটকা ও ট্রলার আটক

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ৮:১৪ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ১২ মণ জাটকা ও ট্রলার আটক করেছে। মঙ্গলবার (১৫ মার্চ) এ জাটকা আটক করা হয়।

জানা যায়, উপজেলার বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযানে ১২ মণ জাটকা ও ১ টি ইঞ্জিন চালিত ট্রলার আটক করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লক্ষ টাকা। বেলতলী পুলিশ ফাঁড়ির ১২ মন জাটকা ও ১ টি ইঞ্জিন চালিত ট্রলারে বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযানে আটক জাটকা উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে জাটকা বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ