Inqilab Logo

সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬ চৈত্র ১৪২৯, ২৭ শাবান ১৪৪৪ হিজিরী

আমান সিমেন্টে যোগ দিলেন সৈয়দ সাহের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ৬:১৯ পিএম

আমান সিমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিলেন সৈয়দ আবু আবেদ সাহের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিষ্টিটউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রীধারী সৈয়দ সাহের এর আগে হাইডেলবার্গ সিমেন্ট, বার্জার পেইন্টস, নোভার্টিস, বাটা, লোটো এবং ডোরিন গ্রুপসহ শীর্ষস্থানীয় বহজাতিক ও দেশীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

গত বৃহস্পতিবার আমান গ্রুপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ও আমান সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল ইসলামের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সৈয়দ সাহের বলেন, জার্মান প্রযুক্তিতে আমান সিমেন্ট বছরে ৩ দশমিক ৫ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন করে। দেশের সিমেন্ট ব্যবসায় আমান সিমেন্টকে তিনি শীর্ষস্থানে পৌছে দিতে চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ