Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্প্যানিশ নৌকাডুবে প্রচণ্ড ঠান্ডায় নিহত ১০

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩৪ এএম

প্রচণ্ড ঠান্ডায় কানাডার সমুদ্র উপকূলে স্প্যানিশ একটি নৌকাডুবির ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন। এখনও নিখোঁজ রয়েছেন ১১ আরোহী। খবর এনডিটিভির।

একটি বয়া থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সবাই মাছ ধরার জন্য ব্যবহৃত ট্রলারটির নাবিক। প্রচণ্ড ঠান্ডায় মৃত্যুর সাথে লড়ছিলেন তারা। হেলিকপ্টারের মাধ্যমে তাদের হাসপাতালে নেয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরি আবহাওয়া এবং যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে নৌযানটি। তাতে ছিলেন ২৪ জন আরোহী। যাদের ১৬ জনই স্প্যানিশ নাগরিক। বাকিরা পেরু ও ঘানার বাসিন্দা।

কানাডা কর্তৃপক্ষ জানায়, ভূখণ্ড থেকে সাড়ে ৪শ’ কিলোমিটার দূর থেকে সহযোগিতার দুটি বার্তা পায় তারা। এরপরই চালানো হয় উদ্ধার অভিযান। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। তবে বৈরী আবহাওয়ায় আর কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা ছেঁড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ