Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় প্রমাণে মামলা লড়া ব্যক্তির আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১২ এএম

ভারতীয় জাতীয়তা প্রমাণে আইনি লড়াই চালিয়ে যাওয়া আসামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। ৬০ বছর বয়সী মানিক দাস আসামের মরিগাঁও জেলার বরখাল গ্রামের বাসিন্দা। ‘বাংলাদেশি হিসেবে চিহ্নিত’ হওয়ার কারণে ‘হতাশা ও মানসিক নির্যাতনের প্রভাবে’ তিনি নিজের জীবনের ইতি টেনেছেন বলে ভাষ্য তার পরিবারের। ২০১৯ সালে করা আসামের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) যখন হিমাগারে, এই তালিকাটির স্বীকৃতি বিষয়ে যখন কোনো অগ্রগতিই দ্শ্যৃমান নয়, তখন মানিকের আত্মহত্যার এ খবর এল। এনডিটিভি জানিয়েছে, মানিকের নাম আসামের নাগরিকপঞ্জিতে থাকা সত্তে¡ও তাকে মরিগাঁওয়ের বৈদেশিক ট্রাইব্যুনালে নিজের জাতীয়তা প্রমাণে মামলা লড়তে হচ্ছিল। বরখাল গ্রামের কাছে জাগি রোডের শুঁটকি মাছের বাজারে ছোটখাটো ব্যবসা করতেন মানিক। আসামের নাগরিকপঞ্জির চ‚ড়ান্ত তালিকা প্রকাশিত হয় ২০১৯ সালের অগাস্টে, সেখানে মানিক ও তার পরিবারের সদস্যদের নাম উঠেছিল। কিন্তু কয়েক মাস পর নভেম্বরের ২০ তারিখ বৈদেশিক ট্রাইব্যুনাল থেকে তার নামে নোটিস জারি হয়। “তাকে নোটিস পাঠানো হয় এনআরসির তালিকা প্রকাশিত হওয়ার পর, ওই তালিকায় আমাদের সবার নাম আছে। কিন্তু এরপরও পুলিশ কেন তাকে নোটিস পাঠিয়েছে, কেন মামলা করেছে, তা আমরা জানি না। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ