Inqilab Logo

বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৮ যিলক্বদ ১৪৪৪ হিজরী

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ৭:৪৭ পিএম

চট্টগ্রাম লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে টমেটোবাহী দ্রুতগামী মিনি ট্রাকের চালক ও হেলপার দুজনই নিহত। শনিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানার অন্তর্গত আধুনগর হাতিয়ারপুল নামক স্থানে উক্ত দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার অভিমুখী “ঢাকা মেট্রো ন- ২০-২৩১৭” নং গাড়িটি উক্ত স্থানে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, নিহত ট্রাক চালকের নাম কাউছার আহমদ হৃদয় (৪০), সে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার, দক্ষিনচর আবাবিল এলাকার কামাল উদ্দীনের পুত্র।

চালকের পরিচয় মিললেও হেলপারের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ